ঢাকা বুধবার, মার্চ ২৯, ২০২৩

Popular bangla online news portal

বাপসা'র কেন্দ্রীয় কমিটির নির্বাচনে সভাপতি সোহরাব, সম্পাদক মিজানুর


সংলাপ প্রতিবেদক
৫:১৪ - রবিবার, ফেব্রুয়ারী ১২, ২০২৩
বাপসা'র কেন্দ্রীয় কমিটির নির্বাচনে সভাপতি সোহরাব, সম্পাদক মিজানুর

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) কেন্দ্রীয় কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মো.সোহরাব আলী এবং সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক পদে নির্বাচিত হন হাবিবুর রহমান।

শনিবার (১১ ফ্রেরুয়ারী) রাতে নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মো.মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে জাতীয় প্রেসক্লাব মিডিয়া সেন্টারে সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। 

নির্বাচনে সভাপতি পদে ২জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৪জনসহ মোট ৯জন অংশগ্রহণ করেন। এতে ১৩৩৯ জন ভোটারের মধ্যে ১০৯৬জন ভোট প্রয়োগ করেন। 

সভাপতি পদে দোয়াত কলম প্রতিক নিয়ে মো.সোহরাব আলী (টাঙ্গাইল) ৬৯১ পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী চেয়ার প্রতিক নিয়ে শেখ হাবিবুর রহমান পেয়েছেন ৪০৪ ভোট।

সাধারণ সম্পাদক পদে আনারস প্রতিক নিয়ে মিজানুর রহমান (লক্ষ্মীপুর) ৫৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাছ প্রতিক নিয়ে আবুল কালাম আজাদ ৩৪৭ পেয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে গরুর গাড়ী প্রতীক নিয়ে হাবিবুর রহমান (মাদারীপুর) ৪৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো.আব্দুল্লাহ আল মমিন ২৭৯ ভোট পেয়েছেন।

সুষ্ঠ ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করায় নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান ভোটাররা।

বিজয়ী সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী দিনে সংগঠনকে এগিয়ে নেয়ার প্রত্যায় ব্যাক্ত করে বলেন, সচিবদের যেকোন দাবি আদায়ে আমরা সকলের ঐক্যমতের ভিত্তিতে সংগঠন পরিচালনা করবো।