ঢাকা বুধবার, মার্চ ২৯, ২০২৩

Popular bangla online news portal

এলচেকে ৪-০ গোলে উড়িয়ে রিয়াল মাদ্রিদের জয়


ক্রীড়া সংলাপ
৬:৪৯ - বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৬, ২০২৩
এলচেকে ৪-০ গোলে উড়িয়ে রিয়াল মাদ্রিদের জয়

লা লিগার তলানিতে থাকা এলচের বিপক্ষে ৪-০ ব্যবধানে জয় পেয়েছে করিম বেনজেমার রিয়াল মাদ্রিদ। দুটি পেনাল্টির সুযোগ কাজে লাগিয়ে জোড়া গোল করে রেকর্ড গড়েছেন বেনজেমা। একটি করে গোলের দেখা পেয়েছেন মার্কো আসেনসিও এবং লুকা মদরিচরা।

এই জয়ে লা লিগা পয়েন্ট তালিকায় বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছে বর্তমান চ্যাম্পিয়নরা। ২১ ম্যাচে বার্সার পয়েন্ট ৫৬, দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের ৪৮।

বড় ব্যবধানে জয়ের ম্যাচে রাউলকে ছাড়িয়ে রিয়ালের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার খাতায় নাম লিখিয়েছেন বেনজেমা।

৩১ মিনিটে এই ফরাসি ফরোয়ার্ডের হেডে বল রোকোর হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। যেটি কাজে লাগিয়ে রিয়াল ক্যারিয়ারে লা লিগায় নিজের ২২৯তম গোলটি করেন বেনজেমা।

কিংবদন্তি রাউল ৫৫০ ম্যাচে ২২৮ গোল করেছিলেন। লা লিগায় রিয়ালের হয়ে সর্বোচ্চ গোল ক্রিস্টিয়ানো রোনালদোর- ২৯২ ম্যাচে ৩১১ গোল।