ঢাকা শনিবার, মার্চ ২৫, ২০২৩

Popular bangla online news portal

ঘানার সেই ফুটবলারের মরদেহ উদ্ধার


ক্রীড়া সংলাপ
১২:৩১ - শনিবার, ফেব্রুয়ারী ১৮, ২০২৩
ঘানার সেই ফুটবলারের মরদেহ উদ্ধার

বেশ কয়েকদিন আগে তুরস্কের গণমাধ্যমে ভূমিকম্পে ধ্বংসস্তুপের নিচ থেকে ঘানার ফুটবলার ক্রিস্টিয়ান আটসুর জীবিত উদ্ধারের খবর এসেছিল। তারই ১১ দিন পর ভিন্ন এক খবর এলো। নিজের বাড়ির ধ্বংসস্তূপের নিচে ঘানার এই ফুটবলারকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তার এজেন্ট এ তথ্য নিশ্চিত করেছেন।

৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে গত ৬ ফেব্রুয়ারি ধ্বংসস্তুপে পরিণত হয় তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকা। এরপর থেকে অসংখ্য মানুষের সঙ্গে নিখোঁজ ছিলেন আটসুও।

পরদিন আটসুকে জীবিত উদ্ধার করার কথা জানিয়েছিলেন তার ক্লাব হাতিয়াসপোরের সহ-সভাপতি মুস্তফা ওজাত। কিন্তু একদিন না যেতেই সেই অবস্থান পরিবর্তন করে ওই ফুটবলারের মরদেহ উদ্ধারের খবর জানিয়েছেন তিনি। হাতিয়াসপোরের সহ-সভাপতি মুস্তফা ওজাত বলেন, ‘দুঃখ বর্ণনা করার জন্য কোনো শব্দ আমাদের জানা নেই। আমরা তোমাকে ভুলব না আটসু। তোমার ওপর শান্তি বর্ষিত হোক; তুমি অসাধারণ একজন মানুষ ছিল।’ খবর ইএসপিএনের।