ঢাকা বুধবার, মার্চ ২৯, ২০২৩

Popular bangla online news portal

ফুল দিতে এসে ‘ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান চলে না : হিরো আলম


সংলাপ প্রতিবেদক
৯:০১ - মঙ্গলবার, ফেব্রুয়ারী ২১, ২০২৩
ফুল দিতে এসে ‘ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান চলে না :  হিরো আলম

শহিদ মিনারের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করে আলোচিত অভিনেতা হিরো আলম বলেছেন, এখানে এসে ফুল দেওয়া-না দেওয়া করে স্লোগান দেয় ডাইরেক্ট অ্যাকশন, এখানে এগুলো স্লোগান চলে না। এখানে শহিদদের কথা বলবে। এখানে এসে রাজনীতির কথা কেন হবে। আজকে শহিদের কথা বলবে তারা। আর ফুল দেওয়ার আগে ফটো সেশন করে। ফটোশুটের জন্য জায়গা তো এটা নারে ভাই।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।

হিরো আলম বলেন, এর আগে বগুড়াতে ফুল দিয়েছি। ঢাকায় এবারই প্রথম ফুল দিলাম। কিন্তু এখানকার ফুল দেওয়ার পরিবেশ আগের মতো আর নাই। আমার কথা, আমরা শহিদদের শ্রদ্ধা জানাব, ফুল দিব, কিন্তু এখানকার পরিবেশ আজকে দেখলাম লোক দেখানো। এগুলো ফুল দেয়া বলে না, শহীদদের শ্রদ্ধা জানানো বলে না।

হিরো আলম বলেন, ‘পুরোপুরি রাজনীতির ভেতর আছি এখন। যেহেতু দেশের লোক ভালোবাসা দিয়েছে। আর দেশের জন্যে কাজ করতে চাই। এ জন্যে জনগণের পাশে থাকতে চাই।

পাঠান সিনেমা মুক্তির প্রক্রিয়া নিয়ে সমালোচনা করে হিরো আলম বলেন, বিষয়টা আমার কাছে লজ্জাজনক। ভাষার মাসে মাতৃভাষার কোনো সিনেমা রিলিজ করা উচিত ছিল। আমি মিডিয়ার লোক হলেও বলব, পাঠান ছবি ভাষার মাসে রিলিজ দেওয়ার পক্ষে নয়।

সম্প্রতি উপহার পাওয়া গাড়ি অ্যাম্বুলেন্সে পরিণত করা প্রসঙ্গে হিরো আলম বলেন, আমি যে গাড়িটি পেয়েছি সেই গাড়ির কাজ চলছে, ২০ দিনের মধ্যে গাড়ির কাজ শেষ হবে। আশা করছি আগামী ২০ দিনের মধ্যে অ্যাম্বুলেন্সটা আমরা জনগণের মধ্যে বুঝিয়ে দিতে পারব।