আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন বলেছেন, এ দেশে যত অধিকার আছে, আওয়ামী লীগ সে সমস্ত অধিকার প্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়েছে। আমরা যে ভাষা পেয়েছি তার অধিকার, স্বাধীনতা, গণতন্ত্র, উন্নয়ন পেয়েছি এ সবকিছুসহ দেশ গড়ার কাজে নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর স্টেডিয়াম মাঠে চাঁদপুর সরকারি কলেজের ৭৫ বছর পূর্তির দুই দিনব্যাপী উৎসব ও পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা সরকারে যেমন আছি, জনগণের সঙ্গে মাঠেও তেমনি আছি। শান্তিশৃঙ্খলা ও জনগণের জানমাল রক্ষায় ছিলাম, আজও আছি, আগামীতেও থাকব। আজকে যে শান্তি সমাবেশ, এটি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবার প্রচেষ্টারই অংশ। কারণ চিহ্নিত একটি অপশক্তি নির্বাচন সামনে রেখে দেশ অস্থিতিশীল করতে চায়। আবারও দেশে অরাজকতা সৃষ্টি এবং ২০১৩ ও ২০১৪ সালের মতো অগ্নিসন্ত্রাস করতে চায়। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ দেশের জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো অপচেষ্টা প্রতিহত করবে।’
বিএনপির রাজনৈতিক কর্মসূচির দিনে ক্ষমতাসীন দলের ‘পাল্টা’ কর্মসূচি পালনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমরা যেন কাঙ্ক্ষিত লক্ষ্যে আমাদের দেশকে সোনার বাংলা, স্মার্ট বাংলাদেশ গড়তে পারি, সে লক্ষ্যেই আওয়ামী লীগের কর্মসূচি। এর মধ্যে পাল্টাপাল্টি কিছু নেই। আমরা মাঠে আছি এবং থাকব। আমাদের শান্তিশৃঙ্খলা যেন কোনোভাবে বিনষ্ট না হয়, আমরা যেন শান্তি বজায় রেখে আমাদের উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে পারি।’