ঢাকা বুধবার, মার্চ ২৯, ২০২৩

Popular bangla online news portal

সীমানা বজায় রেখে গেজেট প্রকাশ হবে : ইসি


সংলাপ প্রতিবেদক
১১:২৮ - রবিবার, ফেব্রুয়ারী ২৬, ২০২৩
সীমানা বজায় রেখে গেজেট প্রকাশ হবে : ইসি

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আসনগুলোর সীমানার খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই খসড়ার ওপর সংশ্লিষ্ট এলাকার যেকোনো ব্যক্তি দাবি ও আপত্তি জানানোর জন্য মাত্র ২০ দিন সময় পাবেন। সংশ্লিষ্ট সংসদীয় আসন সীমানা বজায় রেখে আগামীকাল গেজেট প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

ইসি আলমগীর বলেন, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া চূড়ান্ত করা হয়েছে। কালকের (আগামীকাল) মধ্যে গেজেট হয়ে যাবে। এখানে নতুন কিছুই নেই। ২০১৮ সালে যে সীমানা নির্ধারণ করা হয়েছিল, সেটাই অক্ষুণ্ন আছে। শুধু প্রশাসনিক কারণে নামের পরিবর্তন হয়েছে অথবা প্রশাসনিক বিভক্তি যেগুলো হয়েছে, সেগুলো পুরনো নাম বাদ দিয়ে নতুন নাম দিয়ে করা হয়েছে। কোনো পরিবর্তন নেই। সম্ভবত পাঁচ-ছয়টা এ ধরনের হতে পারে। কমিশন অনুমোদন করেছে। এখন এটি গেজেট করবেন সচিব।