ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদানের প্রস্তাবকে ত্বরান্বিত করার লক্ষ্যে দেশটি মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সংসদীয় বিতর্ক শুরু করেছে। দেশটির রাশিয়ার সঙ্গে বিস্তৃত সীমানা রয়েছে। এ সীমানা ইউরোপের দেশগুলোর সঙ্গে রাশিয়ার থাকা বৃহত্তম সীমান্তের একটি।
সামরিক অংশীদার ও প্রতিবেশী দেশ সুইডেনকে ছাড়াই তারা এ ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। মস্কোর ইউক্রেন আগ্রাসনে উদ্বিগ্ন হয়ে ফিনল্যান্ড ও সুইডেন তাদের কয়েক দশকের সামরিকনীতি থেকে বেরিয়ে আসে এবং গত বছরের মে মাসে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনে (ন্যাটো) যোগদানের জন্য আবেদন করে। খবর এএফপির।
ফিনল্যান্ডের এপ্রিলের সাধারণ নির্বাচনের আগেই ন্যাটোতে যোগদানে প্রস্তুত বলে মনে হচ্ছে। কারণ, দেশটির জনমতও আটলান্টিক সামরিক জোটের সদস্যপদ পাওয়ার পক্ষে রয়েছে।
ন্যাটোর ৩০ সদস্য দেশের মধ্যে কেবলমাত্র হাঙ্গেরি এবং তুরস্ক ছাড়া সবাই ফিনল্যান্ড ও সুইডেনের সদস্যপদ পাওয়ার পক্ষে সমর্থন দিয়েছে।
ফিনল্যান্ডের অনেক পার্লামেন্ট সদস্য আইন প্রণয়নের ওপর জোর দিয়ে বলেছেন, ফিনল্যান্ড ২ এপ্রিল নির্বাচনের আগে পাস হতে চলা ন্যাটোর চুক্তির শর্তাবলি মেনে নিয়েছে।