ঢাকা শনিবার, মার্চ ২৫, ২০২৩

Popular bangla online news portal

জাতীয় গ্রিডে আগুন, অন্ধকারে আর্জেন্টিনা


আন্তর্জাতিক সংলাপ
৭:৪৮ - বৃহস্পতিবার, মার্চ ২, ২০২৩
জাতীয় গ্রিডে আগুন, অন্ধকারে আর্জেন্টিনা

জাতীয় গ্রিডে আগুন লেগে আর্জেন্টিনার অর্ধেকের বেশি অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দেশটির রাজধানী বুয়েন্স আইরেসসহ আরো কয়েকটি বড় বড় নগরী এবং সেগুলোর আশেপাশের গ্রামাঞ্চলের একটি বড় অংশ সম্পূর্ণরূপে বা আংশিকভাবে অন্ধকারে ডুবে গেছে। খবর বিবিসির।

জানা যায়, একটি মাঠ থেকে ওই আগুনের সূত্রপাত হয়। আগুন মাঠ থেকে উপর দিয়ে যাওয়া দেশটির ‘কোস্টাল জোনের’ গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক তারে ছড়িয়ে পড়ে। এ অবস্থায় আরো বড় বিপদ এড়াতে কর্তৃপক্ষ বাধ্য হয়ে একটি পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ করে দেন।

আর্জেন্টিনায় এখনো গ্রীষ্মকাল চলছে। তীব্র দাবদাহ এবং মারাত্মক খরায় দক্ষিণ আমেরিকার দেশটি রীতিমত পুড়ছে। কোথাও কোথাও তাপমাত্রা গত বেশ কিছুদিন ধরে টানা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকছে। তারমধ্যে বিদ্যুৎ না থাকা জনজীবনকে আরো অতিষ্ট করে তুলেছে।

বিদ্যুৎ না থাকায় কয়েকটি অঞ্চলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ রয়েছে। বড় বড় নগরীগুলোর অবস্থা সবচেয়ে ভয়াবহ। বুয়েন্স আইরেস মেট্রোপলিটন এলাকায় এখনো দেড় লাখের বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছেন।

যদিও দ্রুত বিদ্যুৎ ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জ্বালানিমন্ত্রী। তিনি জানান, আর্জেন্টিনায় এ ধরনের বিদ্যুৎ বিপর্যয় এর আগেও ঘটেছে। ২০১৯ সালে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ে আর্জেন্টিনা এবং প্রতিবেশী উরুগুয়ের লাখ লাখ মানুষ ‍অন্ধকারে নিমজ্জিত হন। পরের বছর আরো একটি ঘটনায় বুয়েন্স আইরেসের হাজার হাজার বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল।