ঢাকা বুধবার, মার্চ ২৯, ২০২৩

Popular bangla online news portal

হাসপাতালে সোনিয়া গান্ধী


প্রবাস সংলাপ
১৩:১৭ - শুক্রবার, মার্চ ৩, ২০২৩
হাসপাতালে সোনিয়া গান্ধী

ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধীকে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ মার্চ) ব্রঙ্কাইটিস নামক রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। ওই হাসপাতালের ট্রাস্ট সোসাইটির চেয়ারম্যান ডিএস রানা এক বিবৃতিতে বলেন, সোনিয়া গান্ধীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। খবর এনডিটিভির।

উল্লেখ্য, চলতি বছর দ্বিতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হলেন ৭৬ বছর বয়সের এই রাজনীতিক। এর আগে গত জানুয়ারিতে শ্বসনতন্ত্রের সংক্রমণে আক্রান্ত হয়ে দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।