ঢাকা বুধবার, মার্চ ২৯, ২০২৩

Popular bangla online news portal

ঢাকায় অবতরণের সময় বিমানের চাকায় ফাটল


সংলাপ প্রতিবেদক
৬:২৬ - সোমবার, মার্চ ৬, ২০২৩
ঢাকায় অবতরণের সময় বিমানের চাকায় ফাটল

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-কলকাতা রুটের একটি ফ্লাইট ঢাকায় অবতরণের সময় পেছনের একটি চাকা ফেটে গেছে।

সোমবার (৬ মার্চ) হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কলকাতা থেকে বিমানের বিজি ৩৯২ ফ্লাইটটি সকালে ঢাকায় ফিরছিল। সকাল ১০ টা ৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় পেছনের চাকাগুলোর একটির টায়ার ফেটে যায়।

মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, টায়ার ফেটে গেলেও পাইলটের দক্ষতা ও পেছনের অন্যান্য চাকা ঠিক থাকায় তেমন কোনো ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

বিমানটিতে ৭২ যাত্রী ছিলেন বলে জানিয়েছে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ।