ঢাকা শনিবার, মার্চ ২৫, ২০২৩

Popular bangla online news portal

বাগেরহাটে দুই ট্রাকের সংঘর্ষ, নিহত ২


সংলাপ প্রতিনিধি
৬:৪০ - সোমবার, মার্চ ৬, ২০২৩
বাগেরহাটে দুই ট্রাকের সংঘর্ষ, নিহত ২

বাগেরহাটে দাঁড়িয়ে থাকা বালুভর্তি ট্রাকের পেছনে দ্রুত গতির মাছবোঝাই অপর ট্রাকের ধাক্কায় চালকের দুই সহযোগী নিহত হয়েছেন। আজ সোমবার (৬ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ফকিরহাট এলাকার চেয়ারম্যান বাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, চাকা পাংচার হয়ে যাওয়ায় উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের চেয়ারম্যান বাড়ি মোড়ে বালুভর্তি ট্রাকটি থামিয়ে মেরামতের কাজ করছিলেন চালক।

তিনি জানান, সকাল সাড়ে ৬টার দিকে গোপালগঞ্জ থেকে খুলনাগামী দ্রুত গতির মাছবোঝাই ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই ট্রাক চালকের সহকারী নিহত হন। মরদেহ বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।