ঢাকা বুধবার, মার্চ ২৯, ২০২৩

Popular bangla online news portal

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ১৫, নিখোঁজ ৫০


আন্তর্জাতিক সংলাপ
৭:৩৩ - মঙ্গলবার, মার্চ ৭, ২০২৩
ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ১৫, নিখোঁজ ৫০

ইন্দোনেশিয়ায় ভারী বর্ষণে ভয়াবহ ভূমিধসে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন প্রায় ৫০ জন।

স্থানীয় সোমবার (৬ মার্চ) দেশটির দক্ষিণ চীন সাগর তীরবর্তী নাতুনা অঞ্চলে এ ঘটনা ঘটে। খবর আল জাজিরার।

ইন্দোনেশিয়ার জাতীয় বিপর্যয় প্রশমন সংস্থা (বিএনপিবি) টুইটারে দুর্গত এলাকার বেশ কিছু ছবি প্রকাশ করেছে। ছবিতে ভূমিধস এবং ঘরবাড়ির ওপর মাটি ও ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে।

ভূমিধসের কারণে দুর্যোগকবলিত এলাকার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে দুর্গত লোকদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া ব্যাহত হচ্ছে।

রিয়াউ দ্বীপপুঞ্জের দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র জুনাইনাহ বলেন, আবহাওয়া বদলে যাচ্ছে। এখনো বাতাস জোরে বইছে, সঙ্গে ঢেউ হচ্ছে প্রচণ্ড।

এর আগে, সোমবার বিকেলে ৬০ সদস্যের একটি অনুসন্ধানী ও উদ্ধারকারী দল দুর্গত এলাকার উদ্দেশে নৌকায় চড়ে রওয়ানা হয়। গন্তব্যে পৌঁছাতে তাদের সাত থেকে আট ঘণ্টা লাগবে বলে ধারণা করা হচ্ছে।