ঢাকা বুধবার, মার্চ ২৯, ২০২৩

Popular bangla online news portal

নিখোঁজ মেহেদির লাশ উদ্ধার, বন্ধ উদ্ধারকাজ


সংলাপ প্রতিবেদক
১০:১৮ - বৃহস্পতিবার, মার্চ ৯, ২০২৩
নিখোঁজ মেহেদির লাশ উদ্ধার, বন্ধ উদ্ধারকাজ

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ থাকা মেহেদি হাসান স্বপনের লাশ উদ্ধার হয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। আপাতত স্থগিত রয়েছে উদ্ধারকাজ।

ভবনে আর কোনো ভিকটিম নেই বলে নিশ্চিত হয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আক্তারুজ্জামান জানান, সর্বশেষ মেহেদি হাসান স্বপনের লাশ উদ্ধার হয়েছে। ভবনে আর কোনো লাশ নেই। মহাপরিচালকের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। আমাদের হিসাব অনুযায়ী স্বপনসহ মোট ২০ জন নিহত হয়েছেন এই বিস্ফোরণে।

এর আগে এ ঘটনায় দগ্ধ মুসা (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বুধবার (৮ মার্চ) রাত ১০টা ৩৫ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার শরীরের ৯৮ শতাংশ দগ্ধ হয়েছিল।