ঢাকা শনিবার, মার্চ ২৫, ২০২৩

Popular bangla online news portal

তুরস্কে নৌকাডুবিতে ৫ অভিবাসীর মৃত্যু


আন্তর্জাতিক সংলাপ
৭:২৪ - রবিবার, মার্চ ১২, ২০২৩
তুরস্কে নৌকাডুবিতে ৫ অভিবাসীর মৃত্যু

তুরস্কের এজিয়ান উপকূলে অভিবাসন প্রত্যাশীদের নৌকা ডুবে ৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শনিবার (১১ মার্চ) তুরস্কের দক্ষিণ-পশ্চিম উপকূলে অভিবাসীবাহী ওই নৌকাটি ডুবে গেলে প্রাণহানির এই ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার তুরস্কের দক্ষিণ-পশ্চিম উপকূলে একটি ডিঙ্গি নৌকা ডুবে গেলে পাঁচ অভিবাসীর মৃত্যু হয়েছে বলে তুর্কি কোস্টগার্ড জানিয়েছে। এ ছাড়া এই ঘটনায় সংস্থাটি ১১ জনকে উদ্ধার করেছে। অন্যদিকে গ্রীস বলেছে, নৌকাডুবির এই ঘটনার পর আরও পাঁচজন অভিবাসীকে কাছাকাছি একটি দ্বীপে পাওয়া গেছে।

তুরস্কের কোস্টগার্ড জানায়, শনিবার সকালে নৌকা পানিতে তলিয়ে যাওয়ার খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে এক শিশুসহ ১১ জনকে উদ্ধার করে। পরে তাদের স্বাস্থ্যকর্মীদের কাছে হস্তান্তর করার জন্য দিদিম বন্দরে নিয়ে আসে কোস্টগার্ড।

অপরদিকে গ্রীক কোস্টগার্ড জানিয়েছে, তুরস্কের জলসীমায় অর্ধ ডুবে থাকা ডিঙ্গি থেকে উদ্ধার করা ব্যক্তিদের সম্পর্কে তুরস্ক তাদের জানিয়েছে। গ্রীসের এই উপকূলরক্ষী বাহিনী আরও জানিয়েছে, দিদিমের উপকূল থেকে প্রায় ১৯ কিলোমিটার (১২ মাইল) দূরে ফার্মাকোনিসি দ্বীপে পাঁচজনকে জীবিত অবস্থায় পাওয়া গেছে।

এ ছাড়া উদ্ধারকৃতদের বরাত দিয়ে নৌকায় মোট ৩১ জন ছিলেন বলে গ্রীক কোস্টগার্ড জানিয়েছে।