আগামী নির্বাচনে সুষ্ঠু ভোটের স্বার্থে স্বচ্ছতা আনতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
সোমবার (১৩ মার্চ) সকালে নির্বাচন ভবনের সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, স্বচ্ছতার অভাবে একাদশ সংসদ নির্বাচন বির্তকিত হয়েছে।
এসময়, ভোটের দিন মোবাইল নেটওয়ার্কের গতি কমিয়ে দেয়া ঠিক হবে না বলেও মন্তব্য করেন সিইসি। বলেন, বর্তমান কমিশন অবাধ সাংবাদিকতায় বিশ্বাস করে। দায়িত্বশীলতার সাথে সংবাদ পরিবেশন করলে স্বচ্ছ নির্বাচন সম্ভব।
মতবিনিময় সভায় নির্বাচন কমিশনে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) কমিটি ও সদস্যরা উপস্থিত ছিলেন। তারা নির্বাচনের সময় পেশাগত কাজ করতে গিয়ে নানা ধরণের হয়রানি ছাড়াও যেসব সমস্যার মুখোমুখি হন সেসব বিষয় নির্বাচন কমিশনের সামনে তুলে ধরেন।
ভোটের সময় ইসির অনুমোদিত কার্ড থাকার পরও সাংবাদিকদের কেউ হয়রানি করলে কঠোর ব্যবস্থার কথা জানান সিইসি।