কাতার সফর নিয়ে আজ সোমবার (১৩ মার্চ) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন শুরু হয়েছে। এই সংবাদ সম্মেলনে এখন লিখিত বক্তব্য পাঠ করছেন প্রধানমন্ত্রী। এরপর সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেবেন।
গত ৮ মার্চ প্রধানমন্ত্রী কাতার সফর শেষে দেশে ফেরেন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে এলডিসি সম্মেলনে যোগ দিতে ৪ মার্চ কাতার সফরে যান প্রধানমন্ত্রী।