মানুষের সেবাকে বেশি গুরুত্ব দেয় আওয়ামী লীগ সরকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৫ মার্চ) শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালের নার্সিং কলেজের দ্বিতীয় স্নাতক সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ট্রাস্টের মাধ্যমে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতাল ও নার্সিং করা হয় এ অঞ্চলের দরিদ্র মানুষ ও শ্রমিকদের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য। নার্সিং পেশাকে বিশেষ মর্যাদা ও গুরুত্ব দিচ্ছে সরকার।
সরকারপ্রধান জানান, ১০ হাজার নার্স ও ৫ হাজার মিডওয়াফ পদ সৃষ্টির পরিকল্পনা করছে সরকার।