ঢাকা বুধবার, মার্চ ২৯, ২০২৩

Popular bangla online news portal

সুপ্রিম কোর্টে সাংবাদিকদের ওপর পুলিশের হামলা


সংলাপ প্রতিবেদক
৮:৩৬ - বুধবার, মার্চ ১৫, ২০২৩
সুপ্রিম কোর্টে সাংবাদিকদের ওপর পুলিশের হামলা

পেশাগত দায়িত্ব পালনের সময় সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে সাংবাদিকদের ওপর লাঠিচার্জ ও মারধর করেছে পুলিশ। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে পেশাগত দায়িত্ব পালন করেছিলেন তারা। এতে বেশ কয়েকজন সিনিয়র সাংবাদিক আহত হয়েছেন।

বুধবার (১৫ মার্চ) দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

লাঠিচার্জে আহত হয়েছেন এটিএন নিউজের রিপোর্টার জাবেদ আক্তার, আজকের পত্রিকার রিপোর্টার এস এম নূর মোহাম্মদ, জাগো নিউজের সিনিয়র রিপোর্টার ফজলুল হক মৃধা, মানবজমিনের মাল্টিমিডিয়া রিপোর্টার আব্দুল্লাহ আল মারুফ, এটিএন বাংলার ক্যামেরাপার্সন হুমায়ুন কবির, সময় টিভির ক্যামেরাপার্সন সোলাইমান স্বপন, ডিবিসির ক্যামেরাপার্সন মেহেদী হাসান মিম ও বৈশাখী টিভির ক্যামেরাপার্সন ইব্রাহিম।

এটিএন নিউজের জাবেদ আক্তার বলেন, সাংবাদিক পরিচয় দেয়ার পরও পুলিশ আমাকে পায়ের নিচে ফেলে অকথ্য ভাষায় গালিগালাজ ও লাঠিচার্জ করেছে।