ঢাকা শনিবার, মার্চ ২৫, ২০২৩

Popular bangla online news portal

নিউজিল্যান্ডে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত


আন্তর্জাতিক সংলাপ
৭:০৯ - বৃহস্পতিবার, মার্চ ১৬, ২০২৩
নিউজিল্যান্ডে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড। ভূমিকম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ১। এলাকাতে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে নিউজিল্যান্ডের কেরমাডেক আইল্যান্ডস দ্বীপপুঞ্জ এলাকায় এই ভূমিকম্পের আঘাত হানে। খবর বিবিসি

মার্কিন ভূতাত্ত্বিক বিভাগ তথ্যে বলা হয়েছে, ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পনের উৎসস্থল ছিল। এখনো পর্যন্ত ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সুনামির সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম।

নিউজিল্যান্ডের কেরমাডেক আইল্যান্ডস এবং সামগ্রিকভাবে এর আশপাশের অঞ্চল তথাকথিত প্যাসিফিক রিং অব ফায়ারের অংশ। এটি প্রশান্ত মহাসাগরীয় বেসিনকে ঘিরে ফল্ট লাইনের একটি চাপ, যা বড় ধরনের ভূমিকম্পপ্রবণ। এই অঞ্চলে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতও ঘটে।