জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নোয়াখালী জেলা পরিষদের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃর্তিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এসময় বঙ্গবন্ধুর জীবনের স্মৃতিচারণ করে আলোচনা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকালে জেলা পরিষদ প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও নোয়াখালী পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু।
পরে আলোচনা সভায় বক্তব্যকালে আবদুল ওয়াদুদ পিন্টু বলেন, বঙ্গবন্ধু বাংলা, বাঙালি এবং বাংলাদেশের শ্রেষ্ঠ সম্পদ। তাকে নিয়ে বিশ্বনেতারাও গর্ব করেন- এটা বাংলাদেশের মানুষের সৌভাগ্য। শুধু বাংলাদেশ না, বিশ্বজুড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো নেতা পাওয়া বিরল। ক্ষণজন্মা এ মহানায়কের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হত না।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে জেলা পরিষদের প্রধান নির্বাহী শফিউল আলম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিথুন ভট্ট বক্তব্য রাখেন।
পরে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
এতে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।