নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে একটি বাণিজ্যিক ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ভবনটিতে আগন লেগে যায়। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে চারজন। আজ শনিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের প্রচেষ্টায় ১০টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
নিহতের নাম মো. আওলাদ হোসেন (৫৫)। তিনি ওই এলাকায় দিনমজুরের কাজ করতেন। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো. রানা মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিকভাবে এই ঘটনায় ৪ জন আহত হয়েছেন।
তিনি আরো জানান, ভবনে আগুনের সূত্রপাত ধূপকাঠি থেকে হয়েছে বলে মালিক জানিয়েছেন। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করে এখনই বলা যাচ্ছে না।
নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমান জানান, ওই ভবনটি বেশ পুরাতন। বিস্ফোরণের পর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আওলাদকে মৃত ঘোষণা করেন। আগুন বর্তমানে নিয়ন্ত্রণে আছে।
দুর্ঘটনা কবলিত ভবনে ‘গরীবে নেওয়াজ স্লট’ নামে এক দোকানের মালিক জামান দেওয়ান। তিনি জানান, সকালে দোকান খোলার পর মালিক রাজন ধূপকাঠি জ্বালাতে গেলে এই দুর্ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, এই ভবনটি অনেক বছরের পুরাতন। এই দোকানের নিচ দিয়ে গ্যাসের লাইন ও স্যুয়ারেজের লাইন আছে। প্রায়ই গ্যাসের পাইপে লিকেজ হয়ে দোকানে গ্যাস প্রবেশ করতো।