ঢাকা বৃহস্পতিবার, মার্চ ৩০, ২০২৩

Popular bangla online news portal

লিলকে উড়িয়ে কোয়ার্টার-ফাইনালে চেলছি


super admin
২০:৪৪ - শনিবার, মার্চ ১৯, ২০২২
লিলকে উড়িয়ে কোয়ার্টার-ফাইনালে চেলছি

চ্যাম্পিয়ন্স লিগে লিলকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে চেলছি। বুধবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগে প্রতিপক্ষের মাঠে ২-১ ব্যবধানে জিতে দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের অগ্রগামিতায় শেষ আটে পা রাখে শিরোপাধারীরা। প্রথম লেগে ২-০ গোলে জিতেছিল টমাস টুখেলের দল। ম্যাচের প্রথমার্ধে চেলসি ছিল বিবর্ণ।

৩৮তম মিনিটে হজম করে গোল। স্পট-কিকে লিলকে এগিয়ে নেন তুর্কির ফরোয়ার্ড বুরাক ইলমাজ। ডি-বক্সে চেলসির জর্জিনিয়োর হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টিটি পায় লিলি। পিছিয়ে পড়ে ম্যাচেরে প্রথমার্ধের শেষ কিকে সমতা টানেন ক্রিস্টিয়ান পুলিসিক। জর্জিনিয়োর থ্রু বল ডি-বক্সে পেয়ে দূরের পোস্ট দিয়ে গোলটি করেন তিনি।

বিরতির পর ৬৪তম মিনিটে আবার এগিয়ে যেতে পারত লিল, কিন্তু এবার বাঁধ সাধে দুর্ভাগ্য। কর্নারে পর্তুগিজ মিডফিল্ডার শেকার হেড পোষ্টে লাগে। ৭১তম মিনিটে এগিয়ে যায় চেলসি। বাঁ দিক থেকে ম্যাসন মাউন্টের নিচু ক্রসে কাছ থেকে ভলিতে জাল খুঁজে নেন সেসার আসপিলিকুয়েতা। চেলসির রুশ মালিক রোমান আব্রামোভিচের ওপর ব্রিটিশ সরকারের নিষেধাজ্ঞায় ক্লাবটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চতা ক্রমেই বাড়ছে। তবে দলটির মাঠের পারফরম্যান্সে এর কোনো প্রভাব অবশ্য পড়ছে না তেমন।