সুলতান সালাউদ্দিন টুকুকে সভাপতি ও
মোনায়েম মুন্নাকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৮
সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৭ মে) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান, সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, ১ নম্বর যুগ্ম-সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, ২ নম্বর যুগ্ম-সম্পাদক গোলাম মওলা শাহীন, সাংগঠনিক সম্পাদক ইসাহাক সরকার, দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল (সহ-সভাপতির পদ মর্যাদা)।
২০১৭ সালের ১৭ জানুয়ারি সাইফুল আলম নিরবকে সভাপতি ও সুলতান সালাউদ্দিন টুকুকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। মেয়াদ শেষ হওয়ার প্রায় এক মাস পর ১১৪ সদস্যের আবার আংশিক কমিটি ঘোষণা করা হয়। পূর্ণাঙ্গ না হওয়ায় ওই কমিটি দিয়েই চলছিল সংগঠনের কেন্দ্রীয় কার্যক্রম।