দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯জন। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়ালো ২৯ হাজার ২১২ জনে। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭৯৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা হয় ৪ হাজার ৭৬১টি নমুনার। এতে নতুন করে ৬৫৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত দাঁড়ালো ১৯ লাখ ৯১ হাজার ৩১ জনে।
এতে বলা হয়, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৫৪২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ১৫ হাজার ৮৬০ জন।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে সাতজনই ঢাকার। অন্য দুজনের একজন চট্টগ্রামের, অপরজন ময়মনসিংহের। এর মধ্যে চারজন পুরুষ ও পাঁচজন নারী।
এর আগে, সোমবার স্বাস্থ্য অধিদফতর জানায়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত করোনায় মারা যান তিনজন। ঐ সময়ে ৫২১ জনের করোনা শনাক্ত হয়েছিল। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ২৯ হাজার ২০৩ জনে। এছাড়া আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ১৯ লাখ ৯০ হাজার ৩৭৫ জনে।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুইদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।