মৌলভীবাজারের শ্রীমঙ্গলে টিলা ধসে চারজন নিহত হয়েছেন। শুক্রবার (১৯ আগস্ট)
সকালে উপজেলার কালীঘাট ইউনিয়নের লাখাইছড়া চা–বাগানে এ ঘটনা ঘটে। কালিঘাট
ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রানেশ গোয়ালা এই তথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনায় নিহতরা হলেন হীরামনি ভৌমিক (৩৪), পূর্ণিমা ভৌমিক (২৩), রাধা ভৌমিক (৩৪) ও রীনা ভৌমিক (২৩)। তাঁরা সবাই লাখাইছড়া চা–বাগানের বাসিন্দা।
লাখাইছড়া চা-বাগান পঞ্চায়েত কমিটির সদস্য শিক্তি কন্দ বলেন, শুক্রবার বেলা ১১টার দিকে ঘর লেপার জন্য ছয়জন নারী চা-বাগানের একটি টিলায় মাটি আনতে যান। টিলার নিচ থেকে মাটি কাটায় কিছুটা সুড়ঙ্গের মতো হয়েছিল। ভেতর থেকে মাটি নেওয়ার একপর্যায়ে টিলা ধসে চারজন চাপা পড়ে। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। নিহত চারজনের লাশ উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী রাজিব মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত শ্রমিকদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।