ঢাকা বৃহস্পতিবার, মার্চ ৩০, ২০২৩

Popular bangla online news portal

ধর্মঘট প্রত্যাহার, চা শ্রমিকদের নতুন মজুরি ১৪৫ টাকা


সংলাপ প্রতিবেদক
১১:২২ - শনিবার, আগস্ট ২০, ২০২২
ধর্মঘট প্রত্যাহার, চা শ্রমিকদের নতুন মজুরি ১৪৫ টাকা

মজুরি বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন চা-শ্রমিকরা। তাদের ন্যূনতম নতুন মজুরি নির্ধারণ করা হয়েছে ১৪৫ টাকা, যা আগে ছিল ১২০ টাকা।

শনিবার চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর আশ্বাসে আমরা ধর্মঘট প্রত্যাহার করছি। আমাদের মজুরি ২৫ টাকা বাড়িয়ে ১৪৫ টাকা করা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী ভারত সফর থেকে এসে আমাদের সঙ্গে বসবেন বলে জানিয়েছেন। সেখানে আমাদের দাবি-দাওয়া তাকে জানানো হবে। তাই তার আশ্বাসে আমরা আপাতত ধর্মঘট প্রত্যাহার করছি। রোববার থেকে সব শ্রমিক কাজে যোগ দেবে।

এর আগে, বেলা ৩টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বিভাগীয় শ্রম দফতরের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে চা-শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ করা হয়। চা শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠকে বসে শ্রম অধিদফতর। বৈঠক শেষে নিপেন পাল অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।

৩০০ টাকা মজুরির দাবিতে টানা কয়েকদিন ধরে আন্দোলন করে আসছিলেন চা শ্রমিকরা। এ সময় সরকার ও মালিকপক্ষের সঙ্গে একাধিকবার বৈঠক হলেও মজুরি নিয়ে সমাধান হয়নি। তখন অনির্দিষ্টকালের আন্দোলন চালিয়ে যাওয়ার  ঘোষণা দিয়েছিলেন শ্রমিকরা।