ঢাকা শনিবার, মার্চ ২৫, ২০২৩

Popular bangla online news portal

মিয়ানমার থেকে ছোঁড়া গোলা পড়লো বাংলাদেশে


সংলাপ প্রতিবেদক
১০:০৬ - শনিবার, সেপ্টেম্বর ৩, ২০২২
মিয়ানমার থেকে ছোঁড়া গোলা পড়লো বাংলাদেশে

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তমব্রু সীমান্তে হেলিকপ্টার থেকে বাংলাদেশের অভ্যন্তরে গুলি ও দুটি মর্টার শেল নিক্ষেপ করেছে মিয়ানমার।

শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে এমন ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, তমব্রু সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে। রেজু আমতলীর সীমান্ত পিলার এলাকায় মিয়ানমার সেনাবাহিনীর দুটি যুদ্ধ বিমান থেকে ৮-১০টি গোলা নিক্ষেপ করা হয়। দুটি ফাইটিং হেলিকপ্টার থেকে ৩০-৩৫ গুলি ছোঁড়া হয়েছে।

এদিকে, তমব্রু সীমান্তে মিয়ানমারের এমন কর্মকাণ্ডে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েছেন। নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আজিজ এসব নিশ্চিত করেন। তিনি বলেন, সকাল থেকে তুমব্রু সীমান্ত এলাকায় মিয়ানমার সেনাবাহিনীর হেলিকপ্টার উড়তে দেখা যাচ্ছে। থেমে থেমে যুদ্ধ বিমান ও হেলিকপ্টার থেকে গুলি ও গোলাবারুদ নিক্ষেপ করা হচ্ছে।