ঢাকা বুধবার, মার্চ ২৯, ২০২৩

Popular bangla online news portal

ইউক্রেনে পরমাণু স্থাপনার কাছে বোমা হামলা


আন্তর্জাতিক সংলাপ
১১:৫০ - শুক্রবার, জানুয়ারী ২৭, ২০২৩
ইউক্রেনে পরমাণু স্থাপনার কাছে বোমা হামলা

জাতিসংঘ পরমাণু বিষয়ক পর্যবেক্ষকরা বলেছেন, রুশ নিয়ন্ত্রিত জাপোরিজঝিয়ায় বিদ্যুৎ কেন্দ্রের কাছে এবং প্লানের কাছে নিরাপত্তা এলাকায় শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি।

তবে রাশিয়া এ অভিযোগ অস্বীকার করে বলেছে, এটি নিছক গুজব। তারা বলেন, মস্কো সব সময়ই পরমাণু নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে আসছে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, জাপোরিজঝিয়ার বিদ্যুৎকেন্দ্রটি রুশ বাহিনী মার্চের শুরুর দিকে দখলে নিয়েছে। বিদ্যুৎকেন্দ্রের আশপাশে হামলার জন্য রাশিয়া-ইউক্রেন একে অন্যকে দায়ী করে আসছে।