কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইগার্সের ম্যাচে শেষ হাসিটা হেসেছে ইমরুল
কায়েসের দল। টানটান উত্তেজনার ম্যাচে ইয়াসির আলীর খুলনা টাইগার্সকে ৪ রানে
হারিয়েছে কুমিল্লা। রুদ্ধশ্বাস ম্যাচে শেষে আট ম্যাচে এটি তাদের পঞ্চম জয়।
অন্যদিকে সমান ম্যাচে পঞ্চম হার খুলনার।
শনিবার (২৮ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচটা হয়েছে জমজমাট। শেষ ওভারে দরকার ছিল ১৭। অফস্পিনার মোসাদ্দেক হোসেনের হাতে বল তুলে দেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক ইমরুল কায়েস। খুলনা টাইগার্সের আশা তখনও বেঁচে ছিল। হার্ডহিটার ইয়াসির আলি রাব্বি যে ছিলেন উইকেটে।
শনিবার (২৮ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচটা হয়েছে জমজমাট। শেষ ওভারে দরকার ছিল ১৭। অফস্পিনার মোসাদ্দেক হোসেনের হাতে বল তুলে দেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক ইমরুল কায়েস। খুলনা টাইগার্সের আশা তখনও বেঁচে ছিল। হার্ডহিটার ইয়াসির আলি রাব্বি যে ছিলেন উইকেটে।